শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

 ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৮৮৬ জনে। গত একদিনে মোট মৃতদের মধ্যে দেশের তিন জেলায় কেউ মারা যায়নি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মারা গেছেন। তবে তিনটি বিভাগ খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

এদিকে করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১২টি পরীক্ষাগারে ১৪ হাজার ৪৮টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৬৮১জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ চার হাজার ৭৬০ জনে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ