প্রতিবেদক
অর্ণব আবীর - টঙ্গী, গাজীপুরঃ স্কুল খোলা নিয়ে উভয় সংকটে আছে সরকার কিন্তু সর্বোচ্চ চিন্তা আছে শিক্ষার্থীদের সুরক্ষার উপর এমন মন্তব্য করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহম্মেদ।তিনি আরও বলেন জাতীয় পরামর্শক কমিটির সবুজ সংকেত ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন ভাবেই সম্ভব নয়। স্কুল খোলা নিয়ে অনলাইনে একটা জরিপ করেছিলেন এসডিসি নামে একটি নাগরিক প্লাটফর্ম ।যেখানে ৫৪.৭% অভিভাবক তাদের সন্তানকে স্কুলে পাঠাতে নিরাপদ বোধ করছেন না। ৪৫.৩% অভিভাবক নিরাপদ বোধ করছেন। ৬০.৭% অংশগ্রহণকারী স্কুল খোলার পক্ষে মত দিলেও তাদের ৫২.২% অভিভাবক সংক্রামন বাড়ার আশংকা করছেন। এদিকে পার্শ্ববর্তী দেশ ভারতে এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সিবিএসই অর্থাৎ এইচএসসি পরীক্ষা পোষ্টপন্ড করা হয়েছে মে মাস পর্যন্ত। মে মাসে করোনা না কমলে সিবিএসই বাতিল করা হবে। আমাদের দেশে মার্চ ২০২০ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসেই সাধারণত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এবছর প্রায় ১৪ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এসএসসি পরীক্ষা নেওয়া হয়নি। অন্য দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "২০২১ SSC বাতিল চাই (Official)" নামে প্রায় ১ লক্ষ সদস্যদের গ্রুপে প্রতিনিয়ত তারা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন।তারা প্রায় শত ভাগ শিক্ষার্থী পরীক্ষা বাতিল চান ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন চান। এদিকে ফেইসবুকে কিছু হলুদ গণমাধ্যম এসএসসি ২১ ভুল সংবাদ দিয়ে তাদের বিভ্রান্ত করছেন।তাদের অনুভূতি নিয়ে খেলা করছেন। বাংলাদেশের প্রায় ৮০% শিক্ষার্থী পরীক্ষা বাতিল চান কেননা আপাতত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোন সম্ভাবনা নেই।করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। তারা সেশন যটে পড়তে চান না।তারা আরো বলেন তারা মানসিক চাপ থেকে মুক্তি চান।অনেক শিক্ষার্থী মাউশির কাছে মেইল করা শুধু করেছেন। কিছু অভিভাবক স্বাধীনতা নিউজ ২৪ কে জানান দীর্ঘ দিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এদিকে সরকার নির্ভরযোগ্য কোন সিদ্ধান্ত দিচ্ছেন না। তারা আরো বলেন এভাবে চলতে থাকলে আমাদের সন্তানেরা পড়া লেখার আগ্রহ হারিয়ে ফেলবে । তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে সরকার দ্রুত একটা সিদ্ধান্ত দেন।
0 মন্তব্যসমূহ