শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

পাকিস্তানের টেস্ট নেতৃত্ব হারানোর গুঞ্জন উড়িয়ে দিলেন আজহার

 

আজহার আলি পাকিস্তানের টেস্ট নেতৃত্ব হারাচ্ছেন। নতুন অধিনায়ক হিসেবে দুজনের নামও সামনে চলে এসেছে। রিজওয়ান খান অথবা সীমিত ওভারের অধিনায়ক বাবর আজম পেতে পারেন এই দায়িত্ব। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজহারকে ছেঁটে ফেলা হচ্ছে। তার ওপর সন্তুষ্ট নয় বোর্ড।

তবে বাতাসে ভাসা গুঞ্জন মানতে নারাজ আজহার। তার মতে, যা কিছু শোনা যাচ্ছে সেটা কেবলই গণমাধ্যমের গুঞ্জন। আনুষ্ঠানিকভাবে এমন কোনো কথা কানেই আসেনি তার।

আজহার বলেন, ‘আমার নেতৃত্ব নিয়ে যা শুনেছি, সবই গণমাধ্যমে। এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কারো কোনো ধরনের মিটিং হয়নি।’

পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক এসব কানে নিতে নারাজ। তার কথা, ‘আমি এসব নিয়ে ভাবছি না, কেবল আমার খেলাটা নিয়েই ভাবছি। আমরা যখন অস্ট্রেলিয়া সফরে ছিলাম, তখনই এসব কথাবার্তা শুরু হয়।’

আজহার যোগ করেন, ‘যদি আনুষ্ঠানিকভাবে এসব কথা হয়, তখন এটা নিয়ে ভাবা যাবে। এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক কথা হয়নি। তাই এ সম্পর্কে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ