শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

লালমনিরহাটে শিশু ধর্ষণে জড়িত আসামি ঢাকায় গ্রেফতার

 

লালমনিরহাট জেলার পাটগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. ওয়াজেদ আলীকে (৩০) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার মো. মোর্শেদুল হাসান জানান, গত ১৪ জানুয়ারি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জনৈক দুলালের ফাঁকা বাসায় ডেকে ভিকটিমকে (১৩) মো. ওয়াজেদ আলী ধর্ষণ করে। পরবর্তীতে বিভিন্ন সময় বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করায় ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি পরিবারকে জানালে ওয়াজেদ আলী ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে গত ২৬ জুলাই ভিকটিমের পিতা বাদী হয়ে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২১।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি গ্রেফতারে র‌্যাব-১ এর সহায়তা চান। র‌্যাব-১ তাৎক্ষণিকভাবে ধর্ষণকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩১ অক্টোবর) বিকেলে র‌্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ