আজ স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গাজীপুর এর আওতাধীন গুরুত্বপূর্ণ থানার সমাজকর্মীদের সাথে শীতবস্ত্র বিতরণ ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠানের পরিকল্পনা ও আলোচনা সভায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর
সম্মানিত উপদেষ্ঠা বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক
নূর মোহাম্মদ শামীম ।
তিনি বলেন,
একটি সংগঠনের মূল ভিত্তিই হচ্ছে ঐক্য । তাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য দেশের অসহায় দরিদ্রদের জন্য কাজ করে যেতে হবে। শীতবস্ত্র বিতরনে তিনি তার সামর্থ্য অনুযায়ী থাকবেন । তিনি আরো বলেন একটি সংগঠন-কে পরিচালনা করতে হলে মেধা,শ্রম,অর্থ ও লোকবল সব কিছুর প্রয়োজন, তিনি স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর মধ্যে সব গুনই দেখেন ।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর
স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির
মাননীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
মেরাজ চৌধুরী মুবিন ।
তিনি বলেন,
শীতকালীন কর্মসূচী ও সম্মাননা স্বারক বিতরনের পরিকল্পনার সম্পর্কে সকলের মতামত নেওা হয়েছে । এখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা যার জন্য সকল উদ্ধতন পদাধিকারী ও উপদেষ্ঠাদের সাথে আলোচনা করে কিভাবে বিতরন করা হবে তা জানিয়ে দেওা হবে এবং এখন থেকে প্রতি ইউনিটকে চাদা ও শীতবস্ত্র সংগ্রহের নির্দেশ দিয়েছেন ।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,
শাহিন আলম
আওন হাসান নাহিন ।
এবং সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন,
সাদমান ইসলাম আবির,মাহাদী খান,রোবায়েত হাসান,নাজমুল হাসান,সজিব হোসেন,রিফাত হোসেন,প্লাবন ইসলাম তুসিব,ফয়জুর রহমান রিফাত,সাইদুল ইসলাম শাকিল,আরবিন ইসলাম,বিপুল,সাব্বির শাকিল সহ প্রমুখ ।

0 মন্তব্যসমূহ