সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া ২ নং বাঙ্গালা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে সাকিল আহমেদ জয় এখন জনসেবায় ব্যাস্ত ।
তিনি বলেন আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কিন্তু তার মনে রয়েছে অনেক আসা অনেক সপ্ন সব সমায় চিন্তা ভাবনা করেন গরীব অসহায় মানুষ কে কি ভাবে ভালো রাখবো কি করে গরীবের পাসে থেকে কাজ করবো ; এই ধারা বাহিকতায় তিনি কাজ করতে চান , ছাত্রলীগ রাজনীতি থেকে তিল তিল করে গরে ওঠা এই ছাত্রনেতা বলেন, মানুষ মানুষের জন্য ; যদিও দেবার কিছু নাই তবুও চেষ্টা করি অসহায় মানুষদের কিছু দিতে । তিনি বলেন নেতৃত্ব সবাই দিতে পারে না যার যোগ্যতা আছে সেই নেতৃত্ব দিতে পারে ; ছাত্রনেতা আরো বলেন পদবি আসায় তিনি রাজনীতি করেন না । গরীব অসহায় এবং অন্যায় অবিচারের প্রতিবাদের জন্য তিনি রাজনীতি করেন ; তিনি আরো বলেন গরীবের ভালোবাসা তার হৃদয়ে বাজে । সেই ধারাবাহিকতায় আজ সন্ধায় তার সহ যোদ্ধাদের সাথে নিয়ে সাকিল আহমেদ জয় তার এলাকার এক গরীব অসহায় মানুষ কে পান্জাবি উপহার দিলেন ।
এ সময় শাকিল আহমেদ জয় আরো বলেন, ইতি মধ্য স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন পক্ষ থেকে এলাকার বিভিন্ন মানুষ কে আথর্থিক সহযগিতা করেছেন ।

0 মন্তব্যসমূহ