শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

৪৯ ঘণ্টার অভিযানে শ্রীপুর থেকে চুরি হওয়া শিশু মির্জাপুরে উদ্ধার

 

অপহৃত শিশু ও তার মা লাইজু বেগম

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে চুরি হওয়া পাঁচ মাসের শিশু রিভা মনিকে টাঙ্গাইলের মির্জাপুর থেকে উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মলেন করে শিশুটি উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলায় ধনুয়া গ্রামের এক ভাড়াটিয়া দম্পতির পাঁচ মাসের শিশু রিভা মনিকে নিয়ে পালিয়ে যান অপর ভাড়াটিয়া দম্পতি। এ ঘটনায় বুধবার শ্রীপুর থানায় অভিযোগ দেন শিশুটির মা লাইজু বেগম।

অভিযোগটি আমলে নিয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আল মামুন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেনের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম শিশুকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। ৪৯ ঘণ্টার অভিযান শেষে মির্জাপুর উপজেলার দেওহাটা থেকে শিশুকে উদ্ধার করে পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ