শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশনের বছরের সমাপ্তি ইভেন্টের পরিকল্পনা



নিজস্ব প্রতিবেদকঃ

স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর পরবর্তী কর্মসূচী/ইভেন্ট-টি হবে বছরের সেরা বৃহৎ ইভেন্ট যেটি শীতকালীন সময়ের জন্য করা হবে এবং একের ভিতর দুইটি ইভেন্ট সম্পূর্ণ করা হবে ।

#১ম টি হচ্ছে,
শীতের অবকাশে অসহায় হত-দরিদ্রদের মাঝে ৩-শতাধিক শীত উপশম সামগ্রী বিতরণ করা ।

যেটির উপশম সামগ্রী সংগ্রহ ১০-০৯-২০২০ইং হতে ০৫-১২-২০২০ইং তারিখ পর্যন্ত সংগ্রহ করা হবে ।

বিতরণ করা হবে ১৪-১২-২০২০ইং হতে ২৫/১২/২০২০ইং তারিখ ব্যাপী ।

#২য় টি হচ্ছে,
সেরা সংগঠক,সেরা ইউনিট ও সেরা দাতা ও বিশেষ অবদানরত ব্যক্তিদের বিশেষ সম্মানে ভূষিত করার জন্য সম্মাননা স্বারক প্রদান

এতে সংগঠন ও সামাজিক-রাষ্ট্রীয় সেবামূলক এবং উন্নয়ন্মূলক কাজে সকলে উৎসাহিত হবে এবং সকলের সাথে সকলে আন্তরিকতা বৃদ্ধি পাবে ।

যেটি প্রদান করা হবে ৩১/১২/২০২০ইং ।

শুধু প্রয়োজন আপনাদের দোয়া ও সহযোগিতা ।

#সকলের সুবিধার্থে চাঁদা ধার্য করা হয়েছে,
২০০৳ টাকা ।

চাঁদা জমা দেয়ার মাধ্যম,
01534212841 - Bkash personal
অথবা স্বয়ং এসে ।

উপশম সামগ্রী জমা দেয়ার মাধ্যম,
কেন্দ্রীয় কার্যালয় স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন
টঙ্গী-কলেজ রোড,টঙ্গী-গাজীপুর,ঢাকা ।

#দৃষ্টি_আকর্ষণঃ
(বিঃদ্রঃ যারা জেলা কমিটি ও মহানগর কমিটির আওতাধীন তারা সভাপতি/সাধারন সম্পাদক এর নিকট যোগাযোগ করে জমা দিবেন। তবে শুধু গাজীপুর ও ঢাকা কেন্দ্রীয় কমিটির একেবারে নিকটবর্তী হওয়ায় কেন্দ্রীয় কার্যালয় জমা দিতে হবে । )

#চাঁদা ও উপশম সামগ্রী জমা দেয়ার শেষ তারিখ,
০৫-১২-২০২০ইং ।

বিশেষবার্তালাপ এর জন্য যোগাযোগঃ

১) ০১৫৩৪২১২৮৪১
মেরাজ চৌধুরী মুবিন,
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন ।

২) ০১৬৩২৫১৭৮৯৪
মোহাম্মদ মনির হোসেন,
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন ।

৩) ০১৭৩৮৯৮৮৪৫৩
সাদমান ইসলাম আবির,
সাংগঠনিক সম্পাদক,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন ।

ইনশাল্লাহ আমরা সফল হবো।
জয় হবে মানবতার...জয় হবে মনুষ্যত্বের ।

Organization's Essential LInk:

Facebook ID:
https://www.facebook.com/marajhossainmovin
Facebook Page:
https://www.facebook.com/FUF.ORG.BD
Facebook Group:
https://www.facebook.com/groups/FUF.ORG.BD/
Youtube:
https://www.youtube.com/channel/UCyTQ2qQVNZXMsP4qQmMh4TA
Website:
https://freedomunityfoundation.weebly.com/
The constitution of the organization:
https://shorturl.at/jrDV2
Organization News Portal:
https://shadhinotanews24.blogspot.com/

স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন,
দেশ ও সমাজ সেবায় সর্বদা এগিয়ে......

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ