শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী মারা গেছেন



প্রতিবেদকঃ মোঃ শাহরিয়ার আহমেদ

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী মারা গেছেন। তার ছেলে খালেদ শওকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কর্নেল শওকত আলী কিডনি, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ২৯ অক্টোবর তাকে সিএমএইচে ভর্তি করা হয়। বেশ কয়েদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে পাঁচবার এমপি নির্বাচিত হন। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। ১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে আসামি করা হয়েছিল। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ