নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৭ নভেম্বর ২০২০ইং,সন্ধ্যায় হঠাৎ এক অচেনা একটা নাম্বার থেকে কল আসলো, কল রিসিভ করতেই শুনি আমাদের স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন এর কণ্ঠ, তার চঞ্চলতার কণ্ঠ শুনে বুজলাম তিনি এক কাজে আমাকে বিমানবন্দর রেলস্টেশনে আসতে বললেন, অবশ্য সামাজিক কাজেই আসতে বললেন। গিয়ে দেখি সেখানে তিনি এক ১০ বছরের শিশু নাম আব্দুল আহাদ এর সাথে স্টেশন এর লোকজনের সাথে দাড়িয়ে আমার জন্য অপেক্ষা করছেন, তিনি আমাকে সহ সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদমান ইসলাম আবিরের নাম্বারেও কল দিয়েছেন কিন্তু কল ধরতে ব্যর্থ হওয়ায় আমাকে নিয়েই এ গন্তব্য শুরু করেন।
ঘটনা হচ্ছে শিশু আহাদকে চঞ্চলতা জনিত কারনে তার সিলেটি সম বয়সিদের সাথে স্টেশন থেকে ভূল বসত ঢাকার ট্রেনে উঠে বসে ৪ দিন আগে ঢাকায় এসে অনেকের কাছে অনুরোধ করা শর্তেও সার্থপরতার শহরে কেউ তার কথা শুনে নি। পরে আজ আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন এর কাছে আসলে এবং বিষয় টি জানালে স্টেশনের সকলের থেকে তথ্য নিয়ে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
কিন্তু এই সময় সিলেটের ট্রেন না থাকায় সকলের পরামর্শ নিয়ে তিনি পারি দেন কমলাপুর কারন যে করেই হোক ছোট শিশুটিকে তার সিলেটে পৌঁছে দিতেই হবে। তো আমরা রওনা হলাম কমলাপুর এর গন্তব্যে সেখানে গিয়ে আমরা সহ ছোট শিশুটিকে ডিনার করিয়ে কমলাপুর এর দায়িত্বরত কর্মকর্তার সাহায্যে সিলেট এর উদ্দেশ্য নিয়ে উঠি ট্রেনে।
সকলে দোয়া করবেন আমরা যেন আমাদের গন্তব্য ও শিশু আহাদকে তার বাড়িতে পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে আমাদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন তার সিলেটি বন্ধু ও যোদ্ধা দের কল দিয়েছে ইনশাল্লাহ আল্লাহ সব কিছু ঠিক রাখলে, ঠিকভাবে পৌঁছাতে পারবো।
ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন কে ভালো কাজে আমাকে শরিক করায়।
#Collected
Nazmul Hassan Ashik টাইম লাইন ।



0 মন্তব্যসমূহ