চট্টগ্রামে পাহাড় কেটে বসতঘর ও ভবন নির্মাণ করার দায়ে দুই ব্যক্তিকে ১৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শুনানি শেষে চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকার দুই বাসিন্দাকে এ জরিমানা করা হয়।
এ দুজন হলেন চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা এলাকার মো. সাইদ উদ্দিনের পুত্র শাহজাহান কোম্পানি ও একই এলাকার মো. মানিকের স্ত্রী মনোয়ারা বেগম মায়া।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নূরী জানান, অভিযুক্তরা লালখান বাজার মতিঝর্ণা এলাকায় সরকারি পাহাড় কেটে সমতল করেন। সেখানে বিভিন্ন স্থাপনা ও তিনতলা ভবন নির্মাণ করা হয়। অভিযোগ পেয়ে ওই এলাকা পরিদর্শন করেন পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিস্ট জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে একটি টিম। ঘটনাস্থলে গিয়ে মতিঝর্ণা এলাকার ৭ নম্বর গলিতে পাহাড় কেটে শাহজাহান কোম্পানির তিনতলা বাড়ি নির্মাণের সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানিতে শাহজাহান কোম্পানিকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পাহাড় কেটে বসতঘর নির্মাণ করায় মনোয়ারা বেগম মায়াকে এক লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ নুরুল্লাহ নূরী আরও জানান, দুজন জরিমানা পরিশোধে ব্যর্থ হলে আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে কর্তনকৃত পাহাড় পুরনো অবস্থায় ফিরিয়ে আনা ও সেখান ভবন নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ