সংসদ ভবন এলাকা থেকে বেওয়ারিশ কুকুর দ্রুত সরিয়ে নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এছাড়া রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবনের সামনে সাইনবোর্ড/বিল বোর্ডসহ যাবতীয় ব্যানার অপসারণেরও সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন এবং শওকত হাচানুর রহমান (রিমন) অংশ নেন।
এছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান, যুগ্ম-আহ্বায়ক নাহিদ ইজাহার খান এবং যুগ্ম-আহ্বায়ক নার্গিস রহমান অংশ নেন।
বৈঠকে জানানো হয়, সংসদ সদস্য ভবন বরাদ্দের নীতিমালা তৈরির কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এতে কোনো সংসদ সদস্য মারা গেলে তার পরিবার তিন মাস ওই ভবনে বসবাস করতে পারবেন- এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত হয়। বিদ্যমান ব্যবস্থায় কোনো এমপি মারা গেলে তার পরিবার এক মাস সংসদ সদস্য ভবনে বসবাস করতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম বলেন, সংসদ সদস্যদের অনুকূলে ফ্ল্যাট বরাদ্দের জন্য আমরা একটি নীতিমালা তৈরি করছি। আগামী বৈঠকে এটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কোনো সংসদ সদস্য মারা গেলে তার পরিবার যেন তিন মাস সেখানে বসবাস করতে পারেন, এমন বিধানসহ কিছু বিধি যুক্ত করা হচ্ছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদ সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলির পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন বিষয়ে আলোচনা করা হয় এবং সংসদ সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
0 মন্তব্যসমূহ