শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

রাজধানীর উত্তরা থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা উদ্ধার



প্রতিবেদকঃ মোঃ শাহরিয়ার আহমেদ রাজধানীর উত্তরার কামার পাড়া এলাকা থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) বিকালে এ অবিস্ফোরিত বোমা উদ্ধার করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপনির্বাচনে ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল। তিনি আরও বলেন, ‘পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে এসে বোমাগুলো নিস্ক্রিয়ের কাজ করছে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ