শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

স্কুল খুলে বাচ্চাদের জীবন ঝুঁকির মধ্যে ফেলতে চাই না: প্রধানমন্ত্রী



প্রতিবেদকঃ শাহরিয়ার আহমেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বাচ্চাদের বাসায় থাকতে কষ্ট হচ্ছে, এরপরও আমি স্কুল খুলে দেয়ার পক্ষে নই। স্কুল খুলে দিয়ে বাচ্চাদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে চাই না।’ বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশনের সমাপনী ভাষণে এই কথা বলেন প্রধানমন্ত্রী। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সমাপনী বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। বিরোধীদলীয় উপনেতার বক্তব্যের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ‘পৃথিবীর অনেক দেশে এক দফা স্কুল খুলে দেয়া হয়েছিল, কিন্তু সংক্রমণের হার বাড়ার কারণে আবার বন্ধ করে দিতে হয়েছে। যুক্তরাষ্ট্রেও স্কুল খুলে দেয়া হয়েছিল, কিন্তু তারাও এখন বন্ধ করতে বাধ্য হয়েছে। আমরাও করোনার সংক্রমণ কমার সাথে সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে আলোচনা করেছিলাম। কিন্তু ইউরোপে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে। বাচ্চারা স্কুলে গেলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমি কোনভাবেই বাচ্চাদের মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারি না।’ শেখ হাসিনা আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউ বাংলাদেশেও আসতে পারে। তাই আমরা আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছি। প্রথম দিকে হঠাৎ সংক্রমণ শুরু হওয়ায় অনেক কাজ করা যায়নি। কিন্তু এবার বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। টিকার জন্যও আগাম বুকিং দেওয়া হয়েছে।’ করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী তার বক্তব্যে সবাইকে মাস্ক পরে বাইরে বের হওয়ার জন্য আহ্বান জানান। সংসদের এই অধিবেশন শুরু হয়েছিল গত ৮ নভেম্বর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো এই বিশেষ অধিবেশন ডাকা হয়। এই অধিবেশনের মোট ১০ কার্য দিবসের মধ্যে পাঁচ কার্যদিবসই ছিল বিশেষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ