শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

গাজীপুরে মহানগর বঙ্গবন্ধু ও চার নেতা পরিষদ কর্তৃক জেল হত্যা দিবস পালন

 


গাজীপুর প্রতিনিধি, টঙ্গী ॥ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন, পর্দার অন্তরালে থাকা জিয়াউর রহমানের নির্দেশই বঙ্গবন্ধু এবং চার নেতা হত্যাকান্ড ঘটেছে। ১৫ আগষ্ট এবং ৩ নবেম্বরের ঘটনা না ঘটতো তাহলে আমরা উন্নয়নে বঙ্গবন্ধুর নেতৃত্বে সিঙ্গাপুর মালয়েশিয়াকেও ছাড়িয়ে যেতাম। ডেপুটি স্পিকার শনিবার সন্ধ্যায় টঙ্গী সফিউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ গাজীপুর মহানগর আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়াল ভিডিও বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খাঁন, শামসুন্নাহার ভূইয়া এমপি, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ প্রার্থী হিরা সরকার, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব হায়দার সাদিম, টঙ্গী থানা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা নূর মোহাম্মদ শামীম, টঙ্গী-পশ্চিম থানা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক প্রার্থী হেলাল উদ্দীন, ৫৪নং ওয়ার্ড এর কাউন্সিলর নাসির মোল্লা, ৫৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সদস্য সচিব হারুন অর রশিদ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরান বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা মেরাজ চৌধুরী মুবিন, গাজীপুর মহানগর ছাত্রলীগ নেতা শাহীন আলম, টঙ্গী-পশ্চিম থানা ছাত্রলীগ নেতা আওন হাসান নাহিন, টঙ্গী-পশ্চিম থানা ছাত্রলীগ নেতা সোহেল রানা, গাছা থানা ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদসহ প্রমূখ।

সভাপতিত্ব করেন আলী আরশাদ খান খোকা। ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া আরো বলেন, এই বাংলায় মীরজাফর-নবাব সিরাজুদ্দৌলার জন্ম হয়েছে। মীরজাফরের গোষ্ঠী এখনও জীবিত আছে, তাদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। জাতীয় চার নেতা বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহচর বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামীগেরই একজন নেতা খন্দকার মোশতাক আহমেদ রাস্ট্রপতি হয়েছিলেন এবং মন্ত্রী সভাও গঠন করেছিলেন। ওই মন্ত্রী সভায় জাতীয় চার নেতাকেও আহ্বান করা হয়েছিল।

তাঁরা সেদিন বলেছিলেন, আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শের বাইরে যাবো না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বহুবার হত্যার ষড়যন্ত্র হয়েছে। আল্লাহপাক এসব ষড়যন্ত্র থেকে শেখ হাসিনাকে রক্ষা করেছেন। করোনা সময় এবং পরবর্তীতে পৃথিবীর অন্য কোন রাস্ট্র বা দেশ যা করতে পারেনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তা করতে পেরেছে। করোনা ভাইরাসে পুরো বিশ্ব যখন তছনছ, বাংলাদেশও ওলট-পালট, তখন লকডাউন উঠিয়ে জননেত্রী শেখ হাসিনা যথা সময়ে প্রণোদনা ঘোষণা করে অর্থনীতিকেও সচল রেখেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ