শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রতিবেদক: অর্ণব আবীর নরসিংদীর শিবপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীররাতে উপজেলার মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো উপজেলার কুলিয়ারচরের বাসিন্দা সোহেল (৪০)। আহত ব্যক্তি একই এলাকার মানিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ।শিবপুর থানার ওসি মোল্লা আজিজ জানান, মঙ্গলবার দিবাগত রাতে ১৩ জনের একটি ডাকাত দল মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে গেলে স্থানীয় পাহারাদারদের নজরে পড়ে। এতে পাহারাদারদের সন্দেহ হলে তারা চিৎকার করে ডাকাত দলকে ধাওয়া করে। এরপর গ্রামের লোক সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। এ সময় তিনজনকে আটক করে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ