প্রতিবেদকঃ মোঃ শাহরিয়ার আহমেদ
শীত এলে বাড়বে করোনার সংক্রমণ, বিশেষজ্ঞদের এই শঙ্কার সত্যতা মিলছে। গত ৩ সপ্তাহ ধরে উর্ধ্বমুখী আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা। তাই তীব্র শীতের আগেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার পাশাপাশি জনসচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের।
তানভীর রহমানের বাবা ৪দিন আগে করোনা শনাক্ত হয়েছেন। এর দুদিন পরেই শ্বাসকষ্টে ভুগতে থাকেন। চিকিৎসকের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করার। কিন্তু কোন হাসপাতালেই সিট পাচ্ছে না। অসুস্থ বাবাকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চলতে থাকে তানভীরের ছোটাছুটি।
করোনার দাপটে আবারও বিপর্যস্ত সাধারণ মানুষ। হাসপাতালে সিট না পেয়ে অনেক রোগীকে ফিরে যেতে হচ্ছে। গত ২১ দিনের প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেশি সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, বাড়ছে মৃত্যুও। করোনা আক্রান্ত হয়ে জটিল রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ বাড়ছে হাসপাতালে।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা শিথিল হওয়ায় পাল্টে যাচ্ছে পরিস্থিতি। তীব্র শীতের আগেই সচেতন হওয়ার পরামর্শ তাদের।
গত মঙ্গলবার করোনায় সারাদেশে মারা গেছেন ৩৯জন, যা গত দুই মাস পর সর্বোচ্চ।
0 মন্তব্যসমূহ