শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

বগুড়ায় বাস চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত

প্রতিবেদকঃ মোঃ শাহরিয়ার আহমেদ বগুড়ায় বাসের চাপায় তিন জন অটোরিকশা যাত্রী নিহত এবং অপর তিন জন আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) দুপুর একটার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার বেদগাড়ী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন, শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আব্দুর হাই প্রাং (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)। জানাগেছে, পাঁচ জন যাত্রী নিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাটি চান্দািকোনার দিকে যাচ্ছিল। বেদগাড়ী নামক স্থানে ঢাকাগামী একটি বাস আলরিয়াদ পিছন থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং তিন জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঢাকাগামী বাসটি পালিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত তিন জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ