প্রতিবেদক : অর্ণব আবীর
রাজধানীর মিরপুরে পোশাককর্মীকে গণধর্ষণ মামলার ৬ আসামির মধ্যে ২ জনের ৩দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বাকি ৪ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের আদালতে তোলা হয় আসামিদের।
এসময় ৭ দিনের রিমান্ড আবেদন করলে ২ জনের ৩দিন করে মঞ্জুর করেন বিচারক। এসময় অন্য আসামিদের জবানবন্দিও গ্রহণ করেন আদালত।
মামলার অভিযোগে বলা হয়, প্রেমের সম্পর্ক ছিন্ন করায় পোশাককর্মীকে ধর্ষণের পরিকল্পনা করে তার চাচাতো ভাই রায়হান। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর কারখানা ছুটি হলে বাসায় ফেরার পথে কল্যাণপুরের হাউজ বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিসপ্লে সেন্টারের পেছনের ফাঁকা জায়গায় নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে রায়হান ও তার বন্ধুরা। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই আসামিদের আটক করে পুলিশ।
0 মন্তব্যসমূহ