শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

মন্ত্রী হওয়ার গুঞ্জন: যা বললেন ইলিয়াস কাঞ্চন

প্রতিবেদকঃ মোঃ শাহরিয়ার আহমেদ এক সময়ের সুপারস্টার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তাকে ঘীরে সম্প্রতি মন্ত্রী হওয়ার গুঞ্জন উঠেছে। এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি কোনো নির্দিষ্ট দলের হয়ে থাকতে চাই না। কারণ আমি যে দলেই যাবো, সেটাতেই একঘরে হয়ে থাকব। এরকমটা আমি কখনোই চাই না। আমি সার্বজনীন হয়ে থাকতে চাই। অর্থাৎ সব শ্রেণির মানুষের জন্য সমানভাবে কাজ করে যেতে চাই। এটাই আমার জীবনের লক্ষ্য।’ তিনি আরও জানান, অনেকেই আমাকে মন্ত্রী হওয়ার জন্য বলেছেন। তাদের আমি একটাই জবাব দিয়েছি, আপনারা কি চান মানুষের জন্য করা আমার এই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনটি নষ্ট হয়ে যাক। মন্ত্রী হতে চাইলে তো আমার এত আন্দোলন করার কোনো দরকার ছিল না। সম্প্রতি সাংবাদিক ও উপস্থাপক তানভীর তারেকের সঞ্চালনায় একটি লাইভ চ্যাট শোয়ে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় মারা যান ইলিয়াস কাঞ্চনের স্ত্রী। ওই বছরের ১ ডিসেম্বর থেকে তিনি ‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’ স্লোগানে কাজ করে যাচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ