শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

রাজধানীতে হেরোইনসহ গ্রেফতার ৪

 

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে নেশাদ্রব্য হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন- মো. জহুরুল (৩৮), মো. সাদিউল হক (৪৪), হাজি মোহাম্মদ আলী (৬৪) ও লাল মোহাম্মদ তারেক (২৬)।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫০ গ্রাম হেরোইন।

উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার শহিদুল ইসলাম বলেন, রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টায় পল্টন মডেল থানার নাইটিংগেল মোড় এলাকা থেকে হেরোইনসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, অভিযুক্তরা সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে আসে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পল্টন মডেলে থানায় একটি মামলা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ