শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

উল্লাপাড়ায় মেয়র নির্বাচনে আহসান আলী সরকার



সিরাজগঞ্জ প্রতিনিধি,উল্লাপাড়াঃ উল্লাপাড়া পৌরসভার মেয়র নির্বাচন সামনে রেখে শত শত মোটর বাইক নিয়ে উল্লাপাড়া পৌর শহরে সাধারন মানুষের মাঝে কুশল ও মত বিনিময় করেন এবং সকলে কাছে দোয়া চান তিনি । আওয়ামী লীগের ত্যাগী নেতা মোঃ আহসান আলী সরকার ।


                                         

লোকমুখে জানা যায়, সিরাজগঞ্জ উল্লাপাড়া আওয়ামী রাজনীতির দুঃসময়ের সবচেয়ে সাহসী সৈনিক যখন আওয়ামীলীগ করাতো দূরের কথা মুখেও আনত না। তখন একজন আওয়ামীলীগ কর্মী খুজে পাওয়া কঠিন ছিলো। অনেক জেল জুলুম পুলিশি মারপিট ঝড় বৃষ্টি খেয়ে না খেয়ে, বছরের পর বছর দলীয় মামলা মাথায় নিয়ে পালিয়ে থাকা, কত মাস এক কাপড়ে, সংসার বউ ছেলে মেয়ে মা বাবা কে রেখে বাড়ি থেকে পালিয়ে থাকতে হতো। আহসান আলী সরকাররা লোক না দিলে মিছিল হতো না। বাপের জমি বিক্রয় করে দল চালাত। সংসারে বাজার আছে কি না চিন্তা করতো না। ঘর থেকে চাউল নিয়ে নেতা কর্মীদের খিচুরি রান্না করে খাওয়াত। লগি বৈঠা মিছিলে যে লোক লগি বৈঠা না দিলে মিছিল হত না। মিলে মশাল বানিয়ে না দিলে মিছিল হতো না। আওয়ামীলীগ অফিস পাহাড়া না দিলে আজ এই অফিস এভাবে থাকত না । কত নেতার বাড়ি পাহাড়া দিতে হতো না হলে নেতার বাড়ি বিএনপি জামাত আক্রমণ করত। আজ দল ১২ বছর ক্ষমতায় তাদের ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ