শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

করোনার মধ্যে SSC নয়, অটোপাশ চায় শিক্ষর্থীরা

প্রতিবেদক, মোঃ শাহরিয়ার আহমেদ SSC ব্যাচ ২০২১ এর শিক্ষার্থীরা বলেছে যে তারা SSC পরিক্ষা দিবে কিন্তু তাদের প্রশ্ন মামনীয় শিক্ষা মন্ত্রীর কাছে যে তিনি কি ৮-৯ মাসের খাবার ২-৩ মাসে খেয়ে শেষ করতে পারবেন? যদি মাননীয় শিক্ষা মন্ত্রী পারেন তাহলে তারাও পরিক্ষা দিবে। ১৯ শে ডিসেম্বর স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা করেছেন ভালো কথা তবে শীতকালে করোনার প্রকোপ বাড়তে পারে কিন্তু তারপরেও শিক্ষার্থীরা স্কুলে যাবে। তারপর তাদের করোনা পসিটিভ আসবে। এতে শিক্ষার্থীরাতো আক্রান্ত হবেই তার সাথে তাদের পরিবারও আক্রান্ত হবে। এটার দায়ভার কি শিক্ষা মন্ত্রী নিবেন?
HSC পরিক্ষার্থীদের পরিক্ষা দেওয়ার প্রস্তুতি ছিল কিন্তু তাদেরকে শিক্ষা মন্ত্রী অটো পাশ দিয়ে ছিলেন কিন্তু SSC ব্যাচের শিক্ষার্থীরাতো কোনো প্রস্তুতি নেই। তারা কি এমন অন্যায় করেছে যে তাদের পরিক্ষা নিতেই হবে? ২-৩ মাস পড়ে কি ৮-৯ মাসের পড়া শেষ করতে পারবে শিক্ষার্থীরা? তারা কোনো স্কুল কিংবা প্রাইভেট পড়তে পারেনি এই ৮-৯ মাস। মাননীয় শিক্ষা মন্ত্রী আপনারা অনলাইন ক্লাসের কথা বলছেন বারবার।কিন্তু অনেক শিক্ষার্থীদের সামর্থ নেই অনলাইন ক্লাস করার। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটাও উন্নত নয় যে আমারা অনলাইন ক্লাস করে SSC পরিক্ষার প্রস্তুতি নিতে পারবে। শিক্ষার্থীরা অটোপাশ দেওয়ার অনেক লজিক দিতে পারবে। কিন্তু মাননীয় শিক্ষা মন্ত্রী পরিক্ষা নেওয়ার কোনো লজিক দেখাতে পারবেন না। শিক্ষার্থীরা অটোপাশ চায় শিক্ষা মন্ত্রী। অটো পাশ না দিলে অনেক শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ আসবে। সমাজে সবার কথা আর পরিবারের সকলের কথা মানতে পারবে না শিক্ষা মন্ত্রী। করোনা কালীন SSC নয় তারা বাঁচতে চায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ