শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

মাদক,সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধ করতে গিয়ে হুমকির স্বীকার স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শাকিল।



নিজস্ব প্রতিবেদকঃ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মেরাজ চৌধুরী মুবিন।

তিনি বলেন, এমন হুমকি ধামকি দিয়ে স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর সেবকদের দাবিয়ে রাখতে পারবে না কেউ, আমরা অনিয়মের প্রতি প্রতিবাদী কন্ঠস্বর। অতীতেও এমন অনেক ঘটনা ঘটেছে কিন্তু কোনো লাভ হয় নি। স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন সব সময় এক ধাপ এগিয়ে ছিল এবং এখনো আছে।

বিস্তারিত,

উল্লাপাড়া উপজেলা বাঙ্গালা ইউনিয়নে গঙ্গারামপুর গ্রামে চলে,প্রতিনিয়তই সুন্দর ঘরোয়া প্ররিবেশে চলে মাদকের আড্ডা- প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি এই দিকে নজর দিতে - গ্রামে চলে সুন্দর মনরম ভাবে গাজার আসোর এবং সেই সাথে বাল্যবিবাহ প্রতিনিয়ত লেগেই আছে ' গ্রামে কিছু সংখ্যক অসাধু ধান্ধাবাজ যুবক আছে যাদের কারনে নষ্ট হচ্ছে এই সুন্দর গ্রাম টা , চলছে গাজা মদ সহ নানা রকমে নেশা জাতীয় দব্য " এতে সিরাজগঞ্জ জেলা শাখা স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক সাকিল প্রামানিক বাধা দেওয়ার প্রতিশ্রুতি নিতে গেলে, মেরে ফেলা হুমকি আসে উক্ত গাজা ব্যবসায়ীদের মাঝ থেকে, কিছু কিছু উগ্র মেজাজী ও ভন্ড ধান্ধাবাজ ছেলেপেলের কারনে নষ্ট হয়ে যাচ্ছে গোটা গ্রামে যুব সমাজ - গত ২৫-০৪-২০২১ইং তারিখে শাকিল তার জেলা স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর সমাজসেবকদের নিয়ে এই বিষয়ে আলোচনা করেন এবং সকলে একসাথে কাধে কাধ মিলিয়ে হাতে হাতে রেখে এই মিশন সফল করার প্রতিশ্রুতি নেন। এ সময়ে সেই ব্যবসায়ীদের উদ্দেশ্য করে এলাকাবাসিকে বলেন, আমার গঙ্গারামপুর কোনো মদক এবং মদ দাতার জায়গা থাকবে না; এটা আমরা হতে দেবো না, সেই সাথে এলাবাসিকে শান্তনা দিয়ে জেলা স্বাধীনতা ঐক্য ফাউন্ডশনের বিপ্লাবী সাধারন সম্পাদক শাকিল তার এলাকা বাসির সহযোগিতা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ