শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

নিরাপদ সড়কের দাবিতে টঙ্গীতে স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশনের মানব বন্ধন


নিরাপদ সড়কের দাবিতে টঙ্গীতে স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশনের মানববন্ধন

অর্নব আবির, টঙ্গী।

সড়ক পথে মৃত্যুর মিছিল থামছেই না।
টঙ্গীর বোর্ড বাজারে গত ৩রা জুন দুপুরে রাস্তা  পার হতে যেয়ে  মর্মান্তিক ভাবে রাজিব বাস চাপায় নিহত হন  খাইলকুর বাদশাহ মিয়া অগ্রণী  উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আজগর আলী। 

এর প্রতিবাদে  স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন আন্দোলনের ডাক দেন। এতে স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন স্বাধীনতা ঐক্য ফাউডেশনের সহ-সভাপতি সাদমান আবির।এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যগণ এবং বোর্ড বাজারের সর্বস্তরের জনগণ। এসময় উপস্থিত হন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন এবং কাউন্সিলর কাজল সহ প্রমূখ। ইসমাইল সাহেবের আশ্বাস দেন দ্রুত ঘাতক বাস ড্রাইভার কে  গ্রেফতার করা হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে । তার আশ্বাসে স্বাধীনতা ঐক্য ফাউডেশন ৪৮ ঘন্টার আন্দোলন  বিরতি দেন।  সাদমান আবির বলেন ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে আমাদের  আন্দোলন পুনরায়  শুরু হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ