শিরোনাম

15/recent/ticker-posts

Header Ads Widget

সিরাজগঞ্জের কৃতি সন্তান শাকিল আহমেদ জয়



সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ উল্লাপাড়া সাকিল প্রামানিক জয় জনগনে ভালোবাসায়  রাজনীতি করে মানুষের বিপদ আপদে সব সমায় পাসে থাকেন তিনি -   করোনা কালিন সমায় স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন পক্ষ থেকে সমাজে অসচেতন মানুষ মাঝে মাস্ক সহ খাদ্র সমগ্র বিতারন,ও বাল্যবিবাহ সন্ত্রসি সহ বিভিন্ন হাঙ্গামা ডাঙ্গা থেতে একায় সুস্ঠ নিরাপদ এলাকায় পরিনত করেছেন এই সাকিল প্রামানিক জয় - সাকিলে এলাকায় এক সমায় অনেক ইফটিজিং হত, কিন্তু বর্তমান স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন প্রতিষ্টাতা বিপ্লবী সাধারণ সম্পাদক সাকিল প্রামানিকের দিকবল করায় তার এলাকায় সব ইফটাজার নির্মুল হয়েছে, সাকিলে বলেন, লক্ষ তার একটা এলাকায় মনুষের পাসে থাকা অন্যায়ের প্রতিবাদ করা। এ বিষয়ে এলাকা বাসি তাকে ঘিরে সাকিল প্রামানিক আরো দুরবহুরে এগিয়ে যাবার স্বপ্ন দেখছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ