গাজীপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত (জামুকা:১৮৯) সংগঠন মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংসদ। গতকাল ২৫শে ফেব্রুয়ারি প্রেস রিলিজের মাধ্যমে ২ সদস্যের এই কমিটি প্রকাশ করা হয়।
এতে পূর্বের কমিটির সভাপতি সাজ্জাদ খান জয়-কে পূনরায় সভাপতি পদে এবং পূর্বের কমিটির সাধারণ সম্পাদক মেরাজ চৌধুরী মুবিন-কে পূনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এর আগে সাজ্জাদ খান জয় টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের একটি ডিপার্টমেন্টের সহ-সভাপতি পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছে এবং এর আগে মেরাজ চৌধুরী মুবিন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন, গাজীপুর মহানগর এর আওতাধীন ৫৪নং ওয়ার্ড আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গাজীপুর মহানগর এর কার্যনির্বাহী কমিটির সদস্য পদেও ছিলেন এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ও টঙ্গী-পশ্চিম থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সভাপতির দায়িত্ব পালন করেন সক্রিয় ভাবে।
তাদের নেতৃত্বের কারনের গাজীপুরের প্রতিটি থানায় এই সংগঠন এর কমিটি রয়েছে।
0 মন্তব্যসমূহ