গাজীপুর প্রতিনিধি: বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি প্রকাশ করেছে কেন্দ্রীয় সংসদ। গত ৩রা মার্চ প্রেস রিলিজের মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
এতে মেরাজ চৌধুরী মুবিনকে সভাপতি পদে এবং সাদমান ইসলাম আবিরকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এর আগে মেরাজ চৌধুরী মুবিন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন, গাজীপুর মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ৫৪নং ওয়ার্ডের আহবায়ক ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ গাজীপুর মহানগর এর কার্যনির্বাহী কমিটির সদস্য পদেও ছিলেন। এবং সাদমান ইসলাম আবির টঙ্গী-পশ্চিম থানা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এবং মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ৫৪নং ওয়ার্ডের সদস্য সচিব ছিলেন।
0 মন্তব্যসমূহ